বিতর্কিত সাবেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিরুদ্ধে বাংলাদেশবিরোধী মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ তুলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার (২৬ জুন) রাতে অফিসিয়াল ফেসবুক পেজ “CA Press Wing Facts”-এ প্রকাশিত এক বিবৃতিতে এসব অভিযোগ তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, মাসুদা ভাট্টি সম্প্রতি ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বাতিল হচ্ছে’ শীর্ষক একটি ভিডিও প্রকাশ করে যেখানে দাবি করা হয়, জাতিসংঘ তথাকথিত ‘জুলাই সন্ত্রাসবাদ’-এর মাধ্যমে শেখ হাসিনাকে সরানোর ষড়যন্ত্র করছে।

তিনি আরও দাবি করেন, জাতিসংঘ মহাসচিবের সফরের পর রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’-এর আড়ালে অস্ত্র পাঠানো শুরু হয়।

প্রেস উইংয়ের বিবৃতিতে এসব দাবিকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ উল্লেখ করে বলা হয়, ভিডিওতে প্রদর্শিত একটি ছবি—যেখানে দাবি করা হয় বাংলাদেশ হয়ে জাতিসংঘ অস্ত্র পরিবহন করছে—আসলে ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারির গাজায় তোলা ছবি, যেটি একটি স্টক ইমেজ ওয়েবসাইটে পাওয়া যায়।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ২০২৫ সালের মার্চে বাংলাদেশ সফরকালে একটি মানবিক সহায়তার প্রস্তাব দেন ঠিকই, কিন্তু সেটি বাস্তবায়নের পথে কোনো অগ্রগতি পায়নি। একইসঙ্গে উল্লেখ করা হয়, এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস স্বয়ং স্পষ্ট করে বলেছেন, এসব গুজব “সম্পূর্ণ মিথ্যা”।

এ ছাড়া মাসুদা ভাট্টি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছেন বলেও অভিযোগ করা হয়। বিবৃতিতে স্মরণ করিয়ে দেওয়া হয়, ৪ জুন গোয়েন লুইস বলেছিলেন, "আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলেও, যদি জনগণ অংশ নেয়, তবে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে।" এর মানে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা—কোনো দলবিরোধী অবস্থান নয়।

প্রেস উইং আরও জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি এবং এ বিষয়ে কোনো অফিসিয়াল বক্তব্য নেই।

বিবৃতিতে মাসুদা ভাট্টির অতীত নিয়েও মন্তব্য করা হয়। জানানো হয়, আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া মাসুদা ভাট্টিকে ২০২৫ সালের ২১ জানুয়ারি গুরুতর অসদাচরণের কারণে অপসারণ করা হয়। এরপর থেকেই তিনি ইউটিউবসহ ডিজিটাল মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বিবৃতির শেষাংশে বলা হয়, “এসব ব্যক্তি নানা রকম বিভ্রান্তিকর কনটেন্টের মাধ্যমে ঘৃণা ছড়ানো এবং জনগণকে ভুলপথে পরিচালনার চেষ্টা করছে—যা তথ্যযুদ্ধের এক অংশমাত্র।”