রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ একাডেমিক মহলের সদস্যরা।

শেহরীন আমিন মোনামি ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ওই পোস্টটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক ও রাজনৈতিক সংকীর্ণতা, ইসলামোফোবিয়া এবং বৈষম্যমূলক মানসিকতার বহিঃপ্রকাশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরিন আমিন ভূঁইয়া তার ফেসবুকে এ মন্তব্য করেন।

শেহরীন আমিন মোনামি লেখেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এই পোস্ট টি দুঃখজনকভাবে , আমাদের মধ্যে লুকিয়ে থাকা সাংস্কৃতিক ও রাজনৈতিক গোঁড়ামি, ইসলামোফোবিয়া এবং বৈষম্যমূলক মনোভাবকে প্রকাশ করেছে, যা কিছু একাডেমিক খেতাবের আড়ালে লুকিয়ে থাকে।

আমাদের শিক্ষক সম্প্রদায়ের অনেকেই, দীর্ঘদিন ধরে পক্ষপাত, অসম্মান এবং কুসংস্কার সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বেগকে উড়িয়ে দিয়ে আসছেন।

এই স্ট্যাটাসটি একটি স্মারক , যে এই ধরনের উদ্বেগ এবং অভিযোগ ভিত্তিহীন ছিল না এবং নয়। বরং এটি প্রকাশ করে যে আমরা কতটা গভীর এবং বিপজ্জনকভাবে সাম্য, নৈতিকতা এবং সম্মানের নীতিগুলি বজায় রাখতে ব্যর্থ হয়েছি যা একটি একাডেমিক সম্প্রদায়কে সংজ্ঞায়িত করা উচিত।

আমরা কখন আমাদের শিক্ষার্থীদের কেবল তাদের পছন্দ, বিশ্বাস এবং পরিচয়ের জন্য সূক্ষ্ম বৈষম্য এবং বিচারের শিকার করা বন্ধ করব?’