ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের উদ‍্যোগে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি সদরুল হাসানের সভাপতিত্বে এবং পরিচালক শহীদুল ইসলামের উপস্থাপনায় এ স্মরণসভায় বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, সমিতির সম্পাদক শফিউল আলম দোলন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশি ⁠ আলম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাকের হোসাইন, সমিতির পরিচালক রফিকুল ইসলাম আজাদ, জহিরুল হক রানা, সদস্য এম এ নোমান, জিয়াউল হক মিজান প্রমুখ।

বক্তারা বেগম খালেদা জিয়ার কর্ম জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বিশেষ করে মিরপুরের পল্লবীতে সাংবাদিক⁠দের আবাসনের জন্য তিনি যে ৭ একর জমি বরাদ্দ দিয়েছিলেন তা সবাই কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন।

তারা বলেন, জিয়া পরিবার সবসময়ই সাংবাদিক বান্ধব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিরপুরের কালসিতে সাংবাদিক⁠দের জন্য যে জমি বরাদ্দ দিয়েছিলেন সেখানে সিনিয়র সাংবাদিকরা বসবাস করছেন। জাতীয় প্রেস ক্লাবের জমিও চুড়ান্তভাবে বরাদ্ধ এবং ভবন তৈরি করে দেন জিয়াউর রহমান। আর বেগম খালেদা জিয়ার দেয়া জমিতে বিগত ১৯ বছরেও আবাসনের ব্যবস্থা করতে না পারা আমাদের জন্য লজ্জার। বক্তারা দ্রুততার সাথে আবাসনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।সভায় দোয়া মুনাজাত পরিচালনা করেন জাতীয় প্রেস ক্লাবের ইমাম।