রাজধানীর মগবাজারে হলে গেলো বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ আয়েজিত গনমাধ্যমে নারী আলোচকদের ভূমিকা ও করণীয় শীর্ষক কর্মশালা।
কেন্দ্রীয় মহিলা বিভাগের মিডিয়া ও প্রচার বিভাগীয় দায়িত্বশীলা নাজমুন্নাহার নীলুর পরিচালনায় দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা। প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিভাগীয় সেক্রেটারী একটি কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় নারীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি বলেন - ইসলামের সঠিক বয়ান ও সমাজের কল্যাণে নারীদের গনমাধ্যমে জোরালো ভূমিকা রাখা এখন সময়ের দাবি।
কর্মশালায় ইস্যুভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান। এছাড়া কর্মশালায় গনমাধ্যমের নারীদের কাজের ব্যাপারে দিক নির্দেশনামুলক বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ বিভাগীয় দায়িত্বশীলা রোজিনা আক্তার, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর রেহানা সুলতানা, অপরাজিতা বিডির সম্পাদক আকলিমা আঁখি ফেরদৌসী আঁখি, ও কামরুজ্জামান বাবলু, বাংলাদেশ করেসপন্ডেন্ট, টিআরটি ওয়াল্ড।
দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন শ্রেনীপেশার নারীরা অংশ নেন।