সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এস. এম. ফরহাদ পুনরায় বিজয়ী হয়েছেন। এর আগে তারা একই পদে দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছিলেন।
রবিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এই নির্বাচনে সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সভাপতি পদে আকরামুজ্জামান ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এম. আইউব পান ২৪ ভোট। সহ-সভাপতি পদে বিএম আসাদ ৪২ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পান ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে এস. এম. ফরহাদ বিপুল ভোটে জয়লাভ করেন তিনি পান ৫২ ভোট, আর প্রতিদ্বন্দ্বী মুর্শিদুল আজিম হিরু পান ১৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন, গালিব হাসান পিন্টু পান ২৯ ভোট। দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ৩৮ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী শেখ জালাল উদ্দিন পান ২৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ৩৪ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পান ৩০ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ৩৩ ভোট পেয়ে জয়ী হন, প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মোহন পান ৩০ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী এম. এ. রহমান পান ২০ ভোট।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম সজল। এসময় উপস্থিত ছিলেন সদস্য আব্দুল্লাহ হোসাইন ও আশরাফুল আজাদ। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়ায় ছিল শান্তিপূর্ণ পরিবেশ ও সদস্যদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নির্বাচনে বিজয়ী নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, যশোরের সাংবাদিক সমাজ সব সময় গণতন্ত্র, ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নিয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে এই ঐতিহ্য আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস ও প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস বলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আমাদের শুভকামনা রইল। তারা যেন পেশাগত দায়িত্ব পালনে স্বাধীন, নিরপেক্ষ ও সাহসী ভূমিকা পালন করেন।
নতুন কমিটির সফলতা কামনা করে বলেন, এই নির্বাচন সাংবাদিক সমাজে গণতান্ত্রিক চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত।
এছাড়া যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের নবনির্বাচিত নেতৃত্ব গণমাধ্যমের স্বাধীনতা ও সত্যের পক্ষে অগ্রণী ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা।
সদস্যদের উৎসাহ-উদ্দীপনা এবং নেতৃত্বের প্রতি আস্থা নতুন কমিটির প্রতি যশোর সাংবাদিক সমাজের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। বিজয়ী নেতৃবৃন্দও অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনের মর্যাদা আরও উঁচুতে তুলে ধরবেন।