স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মো. মনিরুজ্জামান দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সালমা আক্তার বুধবার কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ সাংবাদিক মো. মনিরুজ্জামান (৩৩) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার জুম্বাবাড়ী গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক কালবেলা পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। পাশাপাশি স্থানীয় লতিফপুর এলাকার শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক পদেও রয়েছেন।
সালমা আক্তার তার জিডিতে উল্লেখ করেন, গত ২০ মে সকালে স্বামী মনিরুজ্জামান শাহীন ক্যাডেট স্কুলের গেট থেকে একটি প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ওই গাড়িতে তার সঙ্গে ছিলেন আব্দুল্লাহ আল মামুন, চালক নিরঞ্জন সরকার এবং আরও এক অজ্ঞাত ব্যক্তি। বিকেল ৫টার দিকে স্ত্রী সালমা আক্তারের সঙ্গে সর্বশেষ কথা হয়, তখন তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। একইসঙ্গে নিখোঁজ রয়েছেন তার সঙ্গী আব্দুল্লাহ আল মামুন ও প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকারও।
পরিবার ও সহকর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মনিরুজ্জামানের কোনো সন্ধান পাননি বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ, মো. রিয়াদ মাহমুদ বলেন, “আমরা শুনেছি তিনি ঢাকায় গিয়েই নিখোঁজ হয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
নিখোঁজ সংবাদকর্মীর সন্ধানে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।