আল্লাহ তায়ালা সংগ্রামের এই যাত্রাকে অব্যাহত রাখুক। ৫১ বছরের ইতিহাসে সংগ্রাম আসলেই অনেক সংগ্রাম করে টিকে আছে। ন্যায়ের পক্ষে এবং সত্যের পক্ষে এবং একটি কল্যাণ ভিক্তিক রাষ্ট্র গড়ে তোলার জন্য সংগ্রামের অবদান ইনশাল্লাহ স্মরণীয় হয়ে থাকবে। এই সংগ্রামের প্রতিষ্ঠা পরিচালনায় যারা ভূমিকা রেখেছেন এবং এখন যারা রাখছেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সহযোগী কর্মচারী আছেন যারা সবাইকে আমরা আজকের এই দিনে আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং সকলের অতীতের খেদমতকে আমরা অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করছি। আমরা দোয়া করি, ন্যায়ের পক্ষে সংগ্রামের এই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান দৈনিক সংগ্রামের ৫১তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, জনগণ একটা পরিবর্তন চায় এবং একটা কল্যাণভিত্তিক রাষ্ট্র দেখতে চায়। এখন আর জনগণ বাংলাদেশকে লুটেরাদের চারণভূমি হিসেবে দেখতে চায় না। সকল প্রকার বৈষম্য, দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে আগামী ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচন হচ্ছে, জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ একটা বাঁক। সংগ্রাম এই ক্ষেত্রেও তার স্মরণীয় অবদান রাখবে এটা আমরা আশা করি। আমরা সংগ্রামের অব্যাহত অগ্রযাত্রা এবং এর সাথে সম্পৃক্ত যারা আছেন সকলের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সংগ্রামের পাশে সত্যপ্রেমিক দেশ, দেশের জনগণ আছেন, আমরাও আছি ইনশাআল্লাহ।

এসময় জামায়াতের আমির দোয়া করে বলেন, ‘আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমা’ঈন। রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিশরাহলি সদরি, ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়াহলুল উকদাতাম মিলিসানি, ইয়াফকাহু কাওলি। ইয়া রাব্বুল ইজ্জতি আরহামার রাহিমিন!’

ইয়া আল্লাহ, তুমি আমাদের হাত তোলাকে কবুল করো। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদের উপর রহম করো। তুমি আমাদেরকে সাহায্য করো। প্রিয় জনপদ এবং দেশকে তুমি, ইয়া আল্লাহ শান্তির জনপদে পরিণত করো।

তিনি আরও বলেন,‘ইয়া রাব্বুল আলামিন, এই সংগ্রামের প্রতিষ্ঠা পরিচালনায় যারাই যুগ যুগ ধরে অবদান রেখেছেন এবং এখন যারা রেখে চলছেন, আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো। আমাদের ভুল ত্রুটি তুমি ক্ষমা করো। আরও সুন্দরভাবে, মানুষের কাছে আরও আকর্ষণীয় এবং অবদানময়ী ভাবে, ইয়া আল্লাহ এই সংগ্রামকে উপস্থাপন করার শক্তি তুমি দান করো। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, সত্যের পক্ষের এই আওয়াজকে তুমি লন্দ করে দাও।

ইয়া আল্লাহ, অতীতে এর খেদমত আঞ্জাম দিতে গিয়ে অনেকেই নাপাক লোকদের হাতে লাঞ্ছিত হয়েছে, কষ্ট পেয়েছে। আল্লাহ, তুমি দুনিয়া এবং আখেরাতে তাদেরকে সম্মানিত করেদাও।

রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুবা আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুল আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকুর আলহামদুলিল্লাহ!’