রাজধানীর মিরপুরে এক দম্পতিকে ঘিরে তৈরি হয়েছে আলোচনা। হাসপাতালে নার্স হিসেবে চাকরি পাওয়ার পর সুমি আক্তার নামে এক তরুণী তার স্বামী আশরাফুলকে স্বীকার করতে অস্বীকৃতি জানান—এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রস্তুতির পর সুমি নার্স পদে নিয়োগ পেলেও চাকরি পাওয়ার পর থেকেই তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন বাড়তে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আশরাফুল অভিযোগ করছেন—তার স্ত্রী নাকি এক অচেনা ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন, যা নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমার স্ত্রী আমাকে অপমান করছে, আমাকে চোর বানিয়ে দিয়েছে।”
কথোপকথনের এক পর্যায়ে সুমি আশরাফুলকে স্বামী হিসেবে অস্বীকার করেন এবং “তালাক” শব্দ উচ্চারণ করেন—যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
ঘটনাস্থলে এক নারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফোন নম্বর যাচাইয়ের দাবি করলে উত্তেজনা আরও বেড়ে যায়। সুমির দাবি, তিনি বারবার অযথা হয়রানির শিকার হচ্ছেন।
স্থানীয়দের মতে, চাকরি পাওয়ার পর সুমি নিজের সিদ্ধান্তে স্বাধীন থাকতে চান। অন্যদিকে আশরাফুলের অভিযোগ—স্ত্রী ইচ্ছাকৃতভাবে তাকে দূরে সরিয়ে দিচ্ছেন এবং নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে তার সন্দেহ।
পরিবারের সদস্যরা দুই পক্ষকে আলোচনায় বসাতে চেষ্টা করলেও সমঝোতা হয়নি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—কারও মতে এটি সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের উদাহরণ, আবার অনেকে মনে করছেন নারী নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন।