নতুন দিনের আলোর মতো মানুষের কথা বলার নতুন প্রত্যয় নিয়ে সংবাদপত্রের জগতে যাত্রা শুরু করলো দৈনিক নতুন সকালের বার্তা। সত্যনিষ্ঠতা, সাহসী উচ্চারণ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে পাঠকের হাতে পৌঁছেছে এই নতুন দৈনিক। কাগজের গণ্ডি পেরিয়ে মানুষের জীবন, স্বপ্ন ও বাস্তবতার সঙ্গে যুক্ত থাকার প্রত্যাশা নিয়েই পথচলা শুরু করেছে পত্রিকাটি।
নিরব মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা, উপেক্ষিত জনপদের খবর তুলে ধরা এবং চাপা পড়ে থাকা সত্যকে সাহসের সঙ্গে প্রকাশ করাই দৈনিক নতুন সকালের বার্তা–র মূল লক্ষ্য। যারা প্রতিদিন কথা বলার সুযোগ পায় না, যেসব এলাকার খবর আলোয় আসে না এই পত্রিকা তাদের জন্য নির্ভরযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠতে চায়। ক্ষমতার মুখপাত্র নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সত্য তুলে ধরাই এর দর্শন। পত্রিকার স্লোগান সবার কথা বলে এই এক বাক্যেই স্পষ্ট হয়ে ওঠে এর লক্ষ্য ও দায়বদ্ধতা।
শনিবার (১০ জানুয়ারি) সকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন। উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শেখ মহিউদ্দিন বলেন, যশোর থেকে অনেক পত্রিকা প্রকাশিত হলেও দীর্ঘদিন পরও অনেক প্রতিষ্ঠান তাদের সংকট কাটিয়ে উঠতে পারেনি। তবে মজলুমের পক্ষে দাঁড়াতে পারলে একদিন অবশ্যই ভাগ্য পরিবর্তন হবে। সাংবাদিকদের আগে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তিনি বলেন, নেতিবাচক ও ইতিবাচক এই দুইয়ের ভারসাম্য বজায় রেখেই সংবাদ পরিবেশন করতে হবে। মজলুমের পক্ষে না থাকলে কোনো সংবাদপত্রই দীর্ঘদিন মানুষের আস্থা ধরে রাখতে পারে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী তৈয়েবুর রহমান জাহাঙ্গীর। তিনি বলেন, নতুন স্বাধীনতার যে বার্তা সমাজে ছড়িয়ে পড়ছে, সেই বার্তাই আমরা প্রকাশ করতে চাই। শুধুমাত্র ব্যবসায়িক লাভের জন্য নয়, বরং সৎ ও দায়িত্বশীল সাংবাদিক তৈরির লক্ষ্যেই এই পত্রিকার যাত্রা।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক কল্যাণের সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা বলেন, অসংখ্য পত্রিকার ভিড়ে দৈনিক নতুন সকালের বার্তা একটি নতুন কুঁড়ির মতো যাত্রা শুরু করেছে। পাঠকের প্রত্যাশা পূরণ করতে পারলে পত্রিকাটি পূর্ণতা লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পত্রিকার পরিচালনা পরিষদের সদস্য মতিয়ার রহমান বলেন, সত্য লেখা হলে কোনো পত্রিকা কখনো ধ্বংস হয় না। সত্যের কোনো ক্ষয় নেই। তিনি সকলের পরামর্শ নিয়ে পত্রিকাটিকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক এম. আইউব। তিনি বলেন, নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে দৈনিক নতুন সকালের বার্তা গণমানুষের পত্রিকা হতে চায়। সমাজের অবহেলিত মানুষের কথা তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক যুগান্তর যশোর ব্যুরো তৌহিদ জামান, বাংলাদেশ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সজল, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ এসএম ফরহাদ, সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় পত্রিকা টিকিয়ে রাখা কঠিন হলেও দায়িত্বশীল সাংবাদিকতা ও সঠিক মূল্যায়নের মাধ্যমে দৈনিক নতুন সকালের বার্তা যশোরের সংকট, সম্ভাবনা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা তাদের।
অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যশোর আমিনীয়া আলিয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম।