খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার চারতলা নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান আনোয়ার আলদীন।

উদ্বোধন উপলক্ষে মাদ্রাসায় পৌঁছালে আনোয়ার আলদীনকে শিক্ষার্থীরা ফুল দিয়ে স্বাগত জানান। এরপর তিনি মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বক্তব্য দেন।

আনোয়ার আলদীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে যে ৩১ দফা উপস্থাপন করেছেন, তাতে শিক্ষাব্যবস্থা উন্নয়নের রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। শিক্ষার মান উন্নয়নে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে, কিভাবে শিক্ষিত জাতি গড়ে তোলা সম্ভব তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে সেখানে।

তিনি বলেন, আমি সবসময় ইসলামী শিক্ষার প্রসারে আলেম সমাজের সঙ্গে কাজ করেছি এবং ভবিষ্যতেও করবো।

তিনি আরও বলেন, এই মাদ্রাসাটি যুগ যুগ ধরে এ অঞ্চলে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। নৈতিকতা, তাকওয়া এবং আদর্শিক গঠনমূলক সমাজ তৈরিতে মাদ্রাসার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ব করে শিক্ষার্থী ও শিক্ষক সমাজকে বিভ্রান্ত করেছে। কিছু মাদ্রাসাকে অপকর্ম ও লুটপাটের আখড়ায় পরিণত করা হয়েছিল। গণ-অভ্যুত্থানের পর এ মাদ্রাসার আগের প্রধান পালিয়ে গেছেন। এখন সময় এসেছে মাদ্রাসাগুলোকে তাদের মূল ঐতিহ্য ও আদর্শে ফিরিয়ে আনার।

সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, যিনি শিক্ষকদের শিক্ষার আলো ছড়াতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা সব সময় শিক্ষার প্রসারে কাজ করবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী পারভেজ মোহাম্মদ, জামায়াত নেতা আবুল কাশেম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল কাদের প্রমুখ।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মণ্ডল, মেহেরুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সহকারী প্রধান শিক্ষক খান মো. খলিলুর রহমান। জমিদাতা পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন শেখ সাহাজুদ্দিন, শেখ ইউনুস আলী ও শেখ সেকেন্দার আলী।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আল আমীন মাহমুদ এবং দোয়া পরিচালনা করেন সাবেক সিনিয়র সহকারী অধ্যাপক আলহাজ মাওলানা আবুল হোসাইন।