যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের জন্য একটি ‘ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য’ হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার ( ১ আগস্ট) সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি আলোচনায় অংশগ্রহণকারী দলকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই গুরুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তারা অসাধারণ কৌশলগত দক্ষতার পরিচয় দিয়েছেন।”
বিবৃতিতে জানানো হয়, চুক্তির আওতায় শুল্ক হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে ২০ শতাংশে নেমে এসেছে, যা পূর্বানুমানের চেয়ে ১৭ শতাংশ কম। ইউনূস এটিকে দেশের জন্য ‘একটি বড় অগ্রগতি’ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “আলোচকরা ফেব্রুয়ারি থেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। বহুস্তর বিশিষ্ট এই আলোচনায় তারা শুধু শুল্কের বিষয়ই নয়, বরং অশুল্ক প্রতিবন্ধকতা এবং নিরাপত্তা সংশ্লিষ্ট জটিল বিষয়গুলোকেও সফলভাবে মোকাবিলা করেছেন।”
চুক্তির সম্ভাব্য প্রভাব সম্পর্কে ইউনূস বলেন, “এই চুক্তি আমাদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখবে, যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে প্রবেশাধিকার আরও বাড়াবে এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও যোগ করেন, “এই অর্জন প্রমাণ করে বাংলাদেশ বৈশ্বিক পরিমণ্ডলে আরও শক্ত অবস্থান তৈরি করছে। পাশাপাশি এটি আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে এবং একটি টেকসই ভবিষ্যতের পথ প্রশস্ত করবে।”