ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ঘটে যাওয়া আগুনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগঠনটি এই ঘটনাকে 'উদ্দেশ্যপ্রণোদিত নাশকতা' হিসেবে আখ্যা দিয়ে বলেছে, পয়লা বৈশাখের শোভাযাত্রার মাত্র দুইদিন আগে এই অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে।
শনিবার (১২ এপ্রিল) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এক যৌথ বিবৃতিতে বলেন, “চারুকলার ভেতরে ভোরবেলায় ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফে আগুন দেওয়ার ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এ ঘটনার সঙ্গে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের সম্পৃক্ততা থাকা অস্বাভাবিক নয়।
নেতৃদ্বয় আরও বলেন, “বর্ষবরণ উপলক্ষে দীর্ঘদিন ধরে প্রস্তুত করা প্রতিকৃতি ও মোটিফে পরিকল্পিতভাবে আগুন দিয়ে ফ্যাসিবাদবিরোধী চেতনার ওপর আঘাত হানা হয়েছে। এর মাধ্যমে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা বানচাল করে জাতির ঐতিহ্যের ওপর সরাসরি হামলা চালানো হয়েছে।
তারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা এই ঘটনার পেছনে বড় ভূমিকা রেখেছে। আগেই শোভাযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার করা হলে এমন ঘটনা ঘটত না বলেও তারা উল্লেখ করেন।
ইউট্যাবের নেতারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা পয়লা বৈশাখের শোভাযাত্রা ও চারুকলার ঐতিহ্যকে রক্ষা করতে নিরাপত্তা ব্যবস্থার পুনর্বিন্যাস ও জোরদারের আহ্বান জানান।