পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্টের তৃতীয় সপ্তাহে ঢাকা সফরে আসছেন। এই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশের একজন কূটনীতিকের মতে, এপ্রিল মাসে যে সফরটি স্থগিত করা হয়েছিল, সেটি এখন অনুষ্ঠিত হবে। পাকিস্তান ও বাংলাদেশ উভয় পক্ষই এই সফরের বিষয়ে একমত হয়েছে।
এর আগে গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু সেসময় ভারতের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তার সফর স্থগিত করা হয়।
বাংলাদেশের কূটনীতিকরা জানিয়েছেন, বাংলাদেশের সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার অমীমাংসিত বিষয়গুলো ঢাকা ভুলে যায়নি।