জাতীয়
কানে কথা শুনছে না বিএসএফ
বিএসএফ তাদের জানিয়েছে, জেলা প্রশাসনের সহায়তায় সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছিল ভারতীয় গ্রামবাসী। এদিকে সীমান্তে থমথমে পরিস্থিতিতে বিজিবি টহল বাড়িয়েছে সেই এলকায়।

ফের উত্তরবঙ্গে সীমান্তে রাতের আধারে কাঁটাতারের বেড়া দিতে গেলে বিএসএফ। বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতার দিচ্ছিল বিএসএফ। কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসানো হয়েছিল। এতে বাঁধা দেয় বিজিবির।
শনিবার ( ১ মার্চ) সকালে এই নিয়ে বিরোধ দেখা দেয় বিএসএফ এবং বিজিবির। পরে কাঁটতার দেওয়ার কাজ বন্ধ রাখা হয়। বিকেলে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক।
এদিকে বিজিবির কথায় সীমান্তে কাজ বন্ধ করলেও সেখানে জওয়ানের সংখ্যা বাড়িয়ে দিয়েছে বিএসএফ। পরে বিএসএফের ভোটবাড়ি ক্যাম্পের কমান্ডার জালম সিং বিজিবির সঙ্গে বৈঠক করেন।
বিজিবির দাবি, বিএসএফ তাদের জানিয়েছে, জেলা প্রশাসনের সহায়তায় সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছিল ভারতীয় গ্রামবাসী। এদিকে সীমান্তে থমথমে পরিস্থিতিতে বিজিবি টহল বাড়িয়েছে সেই এলকায়।
এর আগেও সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসেছে বিএসএফ। তবে সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি, বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠকে নাকি উভয় পক্ষই সীমান্তের ১০০টি স্থান চিহ্নিত করেছিল যেখানে সীমান্ত দেওয়া হবে। এমনই দাবি করা হয় দ্য টেলিগ্রাফের রিপোর্টে।
এদিকে দুই দেশই যোগাযোগ স্থাপনের জন্যে একটি নির্দিষ্ট মাধ্যম স্থির কথার বিষয়ে সহমত হয়েছে। সীমান্তে উত্তেজনার মাঝে 'আস্থা' বৃদ্ধির বার্তা দেওয়া হয় দুই পক্ষেই।