১০ দিনের ইতিক্বাফ আদায় শেষ করে আজ পবিত্র ঈদুল ফিতরের চাঁদ উঠার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এর পরিবারের সাথে উত্তরার বাড়িতে সাক্ষাৎ করেছেন। ডা. শফিকুর রহমান শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঈদের কুশল বিনিময় করেন, পরিবারের সার্বিক খোজ-খবর নেন এবং মহান আল্লাহর দরবারে শহীদ মুজাহিদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

WhatsApp Image 2025-03-30 at 21.05.25_6df5d459

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, জামায়াত নেতা অধ্যক্ষ আশরাফুল হক, শহীদ শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

উল্লেখ্য আমীরে জামায়াতের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ও আগামীকাল শহীদ পরিবারগুলোর সাথে
সাক্ষাত ও ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে।