রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর অভিযানের সময় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট)-এর সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২৯ জুলাই) আইএসপিআরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউপিডিএফের একটি গোপন ঘাঁটি লক্ষ্য করে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
এ সময় প্রতিরোধের মুখে পড়ে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। অভিযান চলমান রয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এদিকে, পার্বত্য চট্টগ্রামে সহিংসতার আরেকটি ঘটনা ঘটেছে খাগড়াছড়ির পানছড়িতে। সেখানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য খুকু চাকমা (৪১)।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত রোববার (২৭ জুলাই) বিকেলে খুকু চাকমা পানছড়ির উগুদোছড়ি গ্রামে বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে, পিকলু চাকমার নেতৃত্বে একটি সশস্ত্র দল তার ওপর গুলি চালায়। প্রথমে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি পড়ে যান। এরপর তাঁকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়।
গণতান্ত্রিক যুব ফোরামের নেতারা এই হামলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-কে দায়ী করেছেন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা এবং দপ্তর সম্পাদক শ্যামল চাকমা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।
পার্বত্য অঞ্চলে চলমান এই সহিংস পরিস্থিতি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে স্থানীয়দের মধ্যে।