চারুকলায় মোটিফ পোড়ানো দুর্বৃত্ত চিহ্নিত হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার ( ১৩ এপ্রিল) রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, আমরা তদন্তের শেষের কাছাকাছি রয়েছি। দ্রুত দোষীকে আইনের আওতায় আনা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মোটিফ পুড়ানোর ঘটনার মামলার তদন্ত যথাযথভাবে করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মোটিফ পুড়ানোর ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে রমনার বটমূল ছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকায় ১৮ হাজার পুলিশ মোতায়েন করা হবে। তিনি আরও বলেন, কোন নিরাপত্তার হুমকি নেই। পুলিশ সতর্ক আছে। এসময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।