বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে টেকঅফের সময় ল্যান্ডিং গিয়ারের একপাশের চাকা যান্ত্রিক ত্রুটির কারণে খুলে যায়।

কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক উড়োজাহাজের একটি চাকা খুলে পড়ে যায়। তবে ৭১ যাত্রী নিয়ে ওই ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটির নিরাপদে অবতরণ করায় ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার, দুইজন কেবিন ক্রু এবং ৭১ জন যাত্রীকে এই বীরত্ব গাথার অংশীদার মনে করছে বিমান। ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদের দক্ষতা ও বিচক্ষণতায় বিমানটির সফল অবতরণ ঘটে।

বিমানের ফেসবুক পেজে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে টেকঅফের সময় ল্যান্ডিং গিয়ারের একপাশের চাকা যান্ত্রিক ত্রুটির কারণে খুলে যায়। এরকম অবস্থায় থাকাকালেও বিমানের অভিজ্ঞ এবং দক্ষ পাইলটদের পেশাদারিত্ব এবং বিচক্ষণতার কারণে ফ্লাইটটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

অবতরণের পরে ফ্লাইটের যাত্রীরা পাইলটদের এবং কেবিন ক্রুদের প্রতি কৃতজ্ঞতা ও ইমারজেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থাপনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন। ক্যাপ্টেন বিল্লাহ এবং ফার্স্ট অফিসার জায়েদ সঙ্গে দুইজন কেবিন ক্রু এবং ৭১ জন সম্মানিত যাত্রী এই বীরত্ব গাথার অংশীদার বলে মনে করে বিমান।