ঢাকায় আজ রোববার (৩ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি পৃথক জনসমাবেশ। এসব কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস. এন. মো. নজরুল ইসলাম জানান, তিনটি বড় কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, মোট ১৪ হাজার পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও নজরদারি করবেন। এখন পর্যন্ত আমরা কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি চিহ্নিত করিনি।

আজকের দিনজুড়ে ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচিগুলো হচ্ছে:

শাহবাগ মোড়: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত "জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি" উপলক্ষে ছাত্রদল আয়োজন করেছে একটি ছাত্র সমাবেশ।

জাতীয় শহিদ মিনার: বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোহরাওয়ার্দী উদ্যান: সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে চলছে চার দিনের সাংস্কৃতিক আয়োজন ‘জুলাই জাগরণ’। ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই ফেস্টিভ্যাল।

সব মিলিয়ে, আজ রাজধানীতে উল্লেখযোগ্য জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছে।