অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এটি ম্যারাথনের মতো— সময় যতই লাগুক, এই স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে আয়োজিত প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এই ম্যারাথনের আয়োজন করা হয়।
আসিফ মাহমুদ বলেন, আজকের ম্যারাথনে আমাদের কোনো ট্রেনিং ছিল না। তেমনি ১৯ জুলাইয়ের লড়াইয়ের সময় যারা রাস্তায় নেমেছিলেন, তাদেরও ছিল না কোনো যুদ্ধ প্রশিক্ষণ বা লেথাল ওয়েপনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি। কিন্তু দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারা রুখে দাঁড়িয়েছিলেন— তাতে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ।
তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে, ভূমিকা রাখতে হবে।
প্রতীকী ম্যারাথনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও সাধারণ অংশগ্রহণকারীসহ প্রায় সাত শতাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি দেশপ্রেম ও গণআন্দোলনের চেতনায় প্রজন্মকে উদ্বুদ্ধ করার একটি প্রয়াস হিসেবেই দেখছেন আয়োজকরা।