সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। টানা চার দিনের এই উৎসব আজ বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে। আজ প্রথম দিন ছিল অর্থাৎ মহানবমী। দিনটি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখরভাবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা জানান তিনি।
তিনি বলেন, '৩৫ হাজার মণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে কিছু কাপুরুষ বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। আমরা প্রতিটির বিষয়েই আইনগত ব্যবস্থা নিয়েছি। এ পর্যন্ত আমরা ১৯ জন নাশকতাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।'
তিনি বলেন, বাংলাদেশ সব ধর্ম ও গোত্রের। আমরা সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্মের উৎসব পালন করবো। এখানে বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানোর মতো কোনো ঘটনা ঘটবে না। আগামীবার যেন আমরা আরও ভালোভাবে পূজা উদযাপন করতে পারি সে বিষয়ে আমরা এখন থেকে প্রস্তুত থাকবো। আমাদের ভালবাসার সম্পর্ক যেন অটুট থাকে।
তিনি আরও বলেন, সবচেয়ে ভালো হতো পূজা, ঈদের নামাজ বা বড়দিন যদি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারা ছাড়া করতে পারতাম। সেটিই হতো আমাদের পূর্ণাঙ্গ আনন্দ। আশা করি সেই দিন আসবে। ধর্মীয় উৎসবগুলো কোনো পাহাড়া ছাড়া আমরা উদযাপন করতে পারবো।