ভারতে আটক বাংলা ভাষাভাষীদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতে বাংলাদেশি কেউ আটক হলে অবশ্যই আমরা ফেরত নেব। কিন্তু বাংলাদেশের লোক কি না, এটা প্রমাণসাপেক্ষ বিষয়। কেননা ভারতেও কিছু বাংলাভাষী আছে, যারা দেখতে বাংলাদেশিদের মতো।
রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
ভারতে আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত পত্র-পত্রিকায় আমরা যা দেখছি, এর বাইরে আনুষ্ঠানিক যোগাযোগ আমাদের দেওয়া হয়নি। আপনারা জানেন, আনুষ্ঠানিক যোগাযোগ হলে আমাদের বুঝতে হবে, আসলে তারা আমাদের লোক কি না। আমরা যদি দেখি তারা বাংলাদেশের লোক, তাহলে অবশ্যই আমরা ফেরত নেব। কিন্তু বাংলাদেশের লোক কি না, এটা প্রমাণসাপেক্ষ বিষয়। কেননা ভারতেও কিছু বাংলাভাষী আছে, যারা দেখতে বাংলাদেশিদের মতো।
ভারতে বাংলাদেশের বৈধ ভিসাধারী মানুষজন হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে—এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমরা পাই, তাহলে আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেব। এখানে একটা জিনিস বুঝতে হবে, যারা বৈধভাবে ভিসা নিয়ে যান, তারা ওখানে সফর করেই চলে আসবেন। কিন্তু যারা আইন ভঙ্গ করবেন তাদের জন্য তারা ব্যবস্থা নিতেই পারে। আমরা চাইব, যারা বৈধভাবে ভিসা নিয়ে গেছেন, তারা সফর করেই ফিরে আসবেন। আমরা এখনো কোনো ট্রাভেল অ্যাডভাইজরি ইস্যু করিনি, তবে এই সময়ে একান্ত প্রয়োজন না হলে ট্রাভেল এভয়েড করাই ভালো।
উল্লেখ্য, শনিবার (২৬ এপ্রিল) গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালিয়ে ১০২৪ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটকের দাবি করেছে ভারত।