গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠেয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ৫ নির্দেশনা দিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব বাংলাদেশ।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে সংগঠনটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই দিকনির্দেশনা প্রকাশ করে।

নির্দেশনায় বলা হয়-

১. বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষার্থীরা পদযাত্রায় অংশগ্রহণের সময় অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) পরিধান করবেন।

২. নির্দিষ্ট সময়ের পূর্বেই উপস্থিত হবেন, যেন ঠিক দুপুর ১২টাতেই পদযাত্রা শুরু করা যায়। কোনো অবস্থাতেই মূল প্রোগ্রামের নির্ধারিত রুট প্ল্যানের বাইরে যাওয়া যাবে না।

৩. পদযাত্রায় কোনও সুযোগসন্ধানী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

৪. মনে রাখবেন, শিক্ষার্থীরা আপনারা সবাই এই পদযাত্রার ভলান্টিয়ার। এত বিশাল জমায়েতের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাই সবার।

৫. আয়োজকদের সব ধরনের সহযোগিতা করবেন, তারা যেন সুন্দরভাবে সবাইকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছাতে পারেন।