২০ শতাংশ বাড়ি ভাতাসহ জাতীয়করণের দাবিতে রাজধানীতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা প্রেস ক্লাব এলাকায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শিক্ষক নেতাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষকরা সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। সেখান থেকেই লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা প্রেস ক্লাব এলাকা থেকে শহীদ মিনারে অবস্থান নিচ্ছি। এখান থেকেই প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে।
তিনি আরও বলেন, আমাদের নেতারা ইতোমধ্যেই শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। যারা প্রেস ক্লাবে আছেন, তাদের মিছিলসহ শহীদ মিনারে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এখান থেকেই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব।
অধ্যক্ষ আজিজী জোর দিয়ে বলেন, যতক্ষণ জাতীয়করণের প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ আমরা শহীদ মিনার ছাড়ব না, ঢাকার রাজপথও ছাড়ব না। আলোচনার মাধ্যমে ও সহযোগিতার মধ্য দিয়েই বিজয়ী হয়ে শ্রেণিকক্ষে ফিরব।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেস ক্লাব এলাকায় পুলিশ শিক্ষক নেতাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন।
তবে কেউ কেউ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও বড় ধরনের সংঘর্ষ হয়নি বলে জানিয়েছে পুলিশ।