তিন দফা দাবিতে আজ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে নামছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারেই এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে শিক্ষক সংগঠনগুলো।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে যে তিনটি দাবি জানিয়ে আসছেন, তা বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

তাদের তিন দফা দাবি হলো—
সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের সমস্যার সমাধান, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে একাধিক শিক্ষক সংগঠন—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি), এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদসহ আরও বেশ কিছু সংগঠন।

শিক্ষক নেতারা জানিয়েছেন, আজকের কর্মসূচিতে অন্তত ২০ হাজার শিক্ষকের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

এদিকে গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল এক আদেশে প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড থেকে ১২তম গ্রেডে উন্নীত করেছিল। কিন্তু সহকারী শিক্ষকরা এতে অসন্তোষ প্রকাশ করেন এবং বৈষম্য নিরসনের দাবি জানান।

আন্দোলনে যোগ দিচ্ছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগপ্রাপ্ত নতুন সহকারী শিক্ষকরাও, যারা জানিয়েছেন—দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।