পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সফরকালে ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
সূত্র বলছে, আলোচনায় ব্যবসা-বিনিয়োগ, জনগণের চলাচল সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হবে। পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থের ওপর গুরুত্ব দেওয়া হবে। তবে সম্পর্ক এগিয়ে নিতে হলে অমীমাংসিত বিষয়গুলো সমাধান জরুরি বলে কূটনীতিকরা মনে করছেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় এসেছিলেন। তখন তিনি ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ জানাতে এসেছিলেন। তবে ২০২২ সালে পুনরায় ঢাকায় আসার কথা থাকলেও তা হয়নি।