শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় এবং জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় জহুর হোসেন চৌধুরী হলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ আয়োজিত হয়। এতে ক্লাবের প্রায় ৩০০ তিন শ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের ডায়াবেটিস সম্পর্কিত “ আরবিএস ” পরীক্ষা রক্তের নমুনা সংগ্রহ এবং ব্লাড প্রেশার চেক-আপ সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা দেওয়া হয়। এছাড়ও ৫০/- পঞ্চাশ টাকায় কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড এবং ১২০০/- বারোশো টাকায় প্যাকেজে ৯টি নয়টি পরীক্ষা হেলথ চেক-আপ করা হয়। (সিবিসি, ক্রিয়েটিনিন, আরবিএস, লিপিড প্রোফাইল, এইচ বিএস এজি, এস জি পি টি, ইউরিন আর ই, টি এস এইচ, ইসিজি)।
আনুষ্ঠানিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলতাফ হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইউব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ মমিন হোসেন, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক একেএম মহসীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে) সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের, এজিএম মুহা. হাফিজুর রহমান, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম শাওন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল, পাবলিক রিলেশন অফিসার মোঃ সোহরাব আকন্দ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর মো. হিরো মিয়া সহ ডাক্তার নার্স টেকনোলজিস্ট প্রমুখ।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বলেন এখানেই যেন সকল সদস্যরা চিকিৎসা সেবা নিতে পারেন। এজন্য আমরা মাঝে মাঝেই ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে থাকি যেন সুচিকিৎসা নিশ্চিত করা যায়।
ব্যবস্থাপনা কমিটির সদস্য বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন মানুষের যতগুলি সম্পদ আছে তার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্য, স্বাস্থ্য হলো সকল সুখের মূল প্রতিষ্ঠানটি সাংবাদিক বান্ধব।
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলতাফ হোসেন বলেন চিকিৎসা মানুষের মৌলিক অধিকার হেলথ কার্ড এবং হেলথ চেকআপ প্যাকেজের মাধ্যমে সাংবাদিকদের জন্য স্বাস্থ্য খাতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে আপনাদের অংশ হতে চাই। ইনসাফ বারাকাহ হাসপাতালে এজিএম মুহা. হাফিজুর রহমান বলেন আমরা যেন নিরলসভাবে মানবতার সেবক হিসেবে সব শ্রেণীর মানুষদের স্বাস্থ্য সেবা দিয়ে যেতে পারি, এই দোয়া প্রত্যাশা করছি।