নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক ও আক্রমণাত্মক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে-যা আশা করেন না বলে জানিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, ‘নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব, অর্থাৎ এটা একটা কমিশনের প্রস্তাব। সরকারের সিদ্ধান্ত না। আমাদের যতগুলা সংস্কার কমিশন হয়েছে, সবগুলোর ব্যাপারে কিছু না কিছু ক্ষেত্রে ভিন্নমত এসেছে। সুতরাং নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেখানে ভিন্নমত থাকতেই পারে। অধিকাংশ ক্ষেত্রে ভিন্নমত শালীনভাবে প্রকাশ করা হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক, আক্রমাত্মক এবং শুধু নারী না, পুরো জাতির প্রতি অবমানকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আমরা এটা আশা করি না। সমাজে ভিন্নমতের চর্চা থাকবে।’
যেকোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না বলে উল্লেখ করে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় নারীবিষয়ক সংস্কার কমিশন।