রংপুরের গংগাচড়া উপজেলার আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এই সহিংসতা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

ঘটনাটি ঘটে বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর এলাকায়। অভিযোগ উঠেছে, ১০০০ থেকে ১২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তি ওই এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এমনকি পুলিশের ওপরও তারা হামলা করে।

এ ঘটনায় রবীন্দ্রনাথ রায় (৫৫), পিতা- দেবেন্দ্র নাথ রায়, আলদাদপুর ছয়আনি পাড়ার বাসিন্দা, বাদী হয়ে গংগাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ধারাসমূহ ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩৭৯, ৩৮০, ৪২৭ ও ৩৪ অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার পরপরই যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ এবং এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে ভিডিও ফুটেজ, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণাদি বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

পুলিশ হেডকোয়ার্টার সূত্রে জানানো হয়, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।