জাতীয় ঐকমত্য গঠনে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, সময় ফুরিয়ে যাচ্ছে। অবস্থানগত পরিবর্তন আনতে হবে। এখনো যেসব বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সেগুলো দ্রুত নিষ্পত্তি করে জাতীয় সনদ তৈরির দিকে এগোতে হবে।
তিনি আরও বলেন, মানুষ এখন পরিবর্তন চায়, স্থিতিশীলতা চায়। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোকে দায় ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের ভূমিকা নিতে হবে। আমাদের সামনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি জানান, মৌলিক ও কাঠামোগত বিষয়ে বিভিন্ন পক্ষের মতামতের সমন্বয় করে একটি গ্রহণযোগ্য রূপরেখা তৈরির কাজ চলছে। “কমিশন কোনো আলাদা সত্তা নয়, এটি সবার অংশগ্রহণেই গঠিত। তাই যদি ব্যর্থ হয়, সেটা সবারই ব্যর্থতা হবে,” — বলেন তিনি।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চলছে। দ্বিতীয় ধাপের আলোচনায় ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে প্রাথমিক সমঝোতা তৈরি হয়েছে বলে জানা গেছে।