জাতীয় ঐকমত্য কমিশন ঘোষণা দিয়েছে, জুলাই সনদের বাস্তবায়ন এবং তা বাধ্যতামূলক করার প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবে তারা।
শুক্রবার ( ৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ তথ্য জানান।
তিনি বলেন, সনদে যা বলা হয়েছে, তা শুধু স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। তার বাস্তব প্রয়োগও জরুরি। আর এই প্রয়োগ কিভাবে হবে, সে বিষয়ে দলগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে।
এ লক্ষ্যে আগামী সপ্তাহেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করা হবে বলে জানান আলী রীয়াজ। তিনি আশা প্রকাশ করেন, এ প্রক্রিয়ার মাধ্যমে শিগগিরই একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
তিনি আরও জানান, কমিশনের আগের দুই দফা সংলাপে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
প্রথম দফায় উত্থাপিত ১৬৫টি প্রস্তাবের মধ্যে ৬২টি বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এর কিছু বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে সরকারের বিভিন্ন নীতিগত ও নির্বাহী উদ্যোগের মাধ্যমে। তবে ২৫টি প্রস্তাবে দলগুলোর বিরূপ অবস্থান থাকায় তা নিয়ে আলোচনা হয়নি।
দ্বিতীয় পর্বের সংলাপে ২০টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যু আলোচিত হয়। এর মধ্যে ১১টি ইস্যুতে সব দলের সম্মতি পাওয়া গেছে। বাকি ৯টি বিষয়ে অধিকাংশ দলের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও সেখানে কিছু দলের ভিন্নমত নথিভুক্ত থাকবে।