অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেড (এপিএল) প্রকাশিত পাঁচটি, বিআইআইটি পাবলিকেশন্স (বিপি) কর্তৃক প্রকাশিত ১টি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) কর্তৃক প্রকাশিত ২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রোজ বৃহস্পতিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ’ উন্মোচন মঞ্চে ৮টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এপিএল প্রকাশিত বইগুলো হচ্ছে- স্মার্ট শিক্ষা, নৈতিকতা ও প্রযুক্তি; নারীবাদ, হিজাব ও বিজ্ঞান; আইডিয়াল টিচার: দ্য আর্কিটেক্ট অব হিউম্যান ক্যাপিট্যাল; একাডেমিক গবেষণা পদ্ধতি; এবং ইসলামি ক্যালিগ্রাফির বিকাশধারা। বিপি প্রকাশিত বই হচ্ছে- শিশুর মনস্তত্ত্বে শিক্ষার প্রভাব: শিক্ষার উন্নয়নে নৈতিক, আধ্যাত্মিক ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি। বিআইআইটি প্রকাশিত বই দুটি হচ্ছে- ‘আন্তঃধর্মীয় সংলাপ: বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপট’ এবং ‘টেরোরিজম এন্ড জিহাদ: এনালাইটিক্যাল স্টাডি ফ্রম ইসলামিক এন্ড সিকিউরিটি পার্সপেক্টিভ’।

অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল আজিজ এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন ও গ্রন্থালোচনায় অংশ নেন ড. আহমদ আবদুল কাদের, লে. কর্নেল (অব.) ড. এ কে এম মাকসুদুল হক পিএসসি, রওশন জান্নাত, ফাতেমা মাহফুজ ও গবেষক আবদুল কাদের জিলানী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লেখক ও সাংবাদিক আনিসুর রহমান এরশাদ।

উল্লেখ্য যে, একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেড (এপিএল) সৃজনশীল একাডেমিক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সিলেবাস সংশ্লিষ্ট বই প্রকাশ করে আসছে; প্রকাশনাটির লক্ষ্য প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার পাঠ্যপুস্তক, মানসম্মত রেফারেন্স বই তৈরি করা, মৌলিক ও সংকলন বই প্রকাশ করা এবং বরেণ্য সব লেখক ও গবেষকদের বৈচিত্র্যে উজ্জ্বল নানা বিষয়ক বই প্রকাশনা বৃদ্ধি করা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) চিন্তা ও জ্ঞান সংস্কারে নিবেদিত একটি থিঙ্ক-ট্যাঙ্ক; জ্ঞানভিত্তিক সমাজ ও আলোকিত জাতি গঠনে প্রতিষ্ঠানটি নিবেদিত। ঢাকার বাংলাবাজারের প্রকাশনা সংস্থা বিআইআইটি পাবলিকেশন্স (বিপি) এর লক্ষ্য বিশ্বের বড় বড় প-িতদের প্রধান বই অনুবাদ করা, সাহিত্যভুবনে অনুবাদ সাহিত্যগুলিকে বাংলায় প্রকাশ করা এবং বুদ্ধির মুক্তি এবং শুভবুদ্ধির বিকাশ ঘটানো। প্রেসবিজ্ঞপ্তি।