জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দ্রুত জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে সবাইকে কিছুটা ছাড় দিতে হবে।
তিনি বলেন, নির্বাচন ও বিচার প্রক্রিয়া চলমান থাকলেও, সংস্কারমূলক সমঝোতা এখন জরুরি হয়ে পড়েছে।
রোববার (২২ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, “বাস্তবতা হলো, আমরা এখনো অনেক বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারিনি। কিন্তু আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছাতে হলে সব দলকেই ছাড় দিতে হবে।”
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “আপনারা আসছেন, তবে আরেকটু এগিয়ে আসুন। একটু ছাড় দিন, আলোচনা এগিয়ে নিন। তাহলে জুলাই সনদের কাজ দ্রুত শেষ করা যাবে।”
তিনি আরও বলেন, “আমরা এখানে এসেছি একটি কঠিন পরিস্থিতিতে। এটি ১৬ বছরের সংগ্রাম, বহু মানুষের আত্মদান ও নিখোঁজ হওয়ার অভিজ্ঞতা নিয়ে তৈরি। এসব নিপীড়ন সহ্য করা মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের ঐকমত্য গড়ে তোলা উচিত।”
আলী রীয়াজ বলেন, “নির্বাচন ও বিচার প্রক্রিয়া সমান্তরালভাবে চলবে। কিন্তু জুলাই সনদ তৈরি এখন সময়ের দাবি। সে জন্য রাজনৈতিক দলগুলোকে আরও সহযোগিতামূলক মনোভাব নিতে হবে।”
উল্লেখ্য, জাতীয় ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।