সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন যে, আয়নাঘর পরিদর্শনের সময় আসিফ নজরুল সরকার জাতির সাথে মশকারি করেছেন। তিনি দাবি করেছেন, যে চিত্রটি কাল জনসম্মুখে দেখানো হয়েছে, তা আসল আয়নাঘরের চিত্র নয়। আফজাল বিন আকরাম হোসেন নামের একজন ভূক্তভোগী তার ফেসবুক পোস্টে লেখেন, আমাদের দেখা আয়না ঘর এতটাও আলিশান ছিল না।

সাংবাদিক ইলিয়াস আরও বলেন, "আজ রাতে বন্দিরা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে, যা প্রকৃত ঘটনা সম্পর্কে জাতিকে অবহিত করবে।"

এ ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং জাতি অপেক্ষা করছে বন্দিদের পক্ষ থেকে আসল তথ্যের জন্য।

গতকাল কয়েকটি আয়না ঘর উন্মোচন করা হয়েছে। তবে ভুক্তভোগী অনেকেই মনে করছেন এটা আসল আয়না ঘর নয়। তারা যে আয়না ঘরে ছিল সেটা আরও ভয়ঙ্কর এবং বীভৎস। যার পরিধি খুবই ছোট ছিল। তেমনি একজন ভুক্তভোগীর নাম আফজাল বিন আকরাম হোসেন। যিনি তার ফেসবুক পোস্টে লেখেন, সরি, আমাদের দেখা আয়নাঘর এতোটাও আলিশান নয়। আমরা সেখানে মাথা বাথরুমে দিয়ে কোনমতে একটা মাত্র নোংরা কম্বল দিয়ে শোয়ে থাকতাম। মাথা নিচে দিলে পা বাথরুমের কমোডে চলে যেতো..

মেহেদী হাসান মুরাদ নামেও এক ভুক্তভোগী ফেসবুক পোস্টে বলেছেন তাদের আয়না ঘর এমন ছিল না।