মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীরা চলতি মাসের বেতন নিয়মিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে পাবেন। জুলাই মাসের বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রে ৫ থেকে ৭ কর্মদিবস বেশি সময় লাগবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এই বিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক ও কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) এবং সংশ্লিষ্ট আর্থিক হিসাব-নিকাশের প্রক্রিয়া এখনো চলমান। ফলে নির্ধারিত সময়ের তুলনায় বেতন প্রদানে কিছু বিলম্ব হবে।

অধিদপ্তরের পক্ষ থেকে সকল শিক্ষক-কর্মচারীদের এই সাময়িক অসুবিধার জন্য ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।