বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের পঞ্চম দিনে এসে ছয়জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী জানিয়েছিলেন, অন্তত চারজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

শিক্ষকরা দীর্ঘদিন ধরে তিনটি মূল দাবি তুলে ধরেছেন-মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, মাসিক ১,৫০০ টাকার মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি করা। এসব দাবিতে তারা টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। রোববার শিক্ষকরা ‘ভুখা মিছিল’ কর্মসূচিতে থালা-বাটি নিয়ে শিক্ষা ভবনের দিকে মিছিল করেছিলেন।

এরই মধ্যে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বাড়িভাড়া ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছে। রোববার অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দুই সচিবকে পাঠানো চিঠিতে জানিয়েছে, মূল বেতনের ৫ শতাংশ হারে, সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে।

তবে শিক্ষক নেতাদের দাবি, সরকারের এই সিদ্ধান্ত তাদের যৌক্তিক দাবির পূর্ণ প্রতিফলন নয়। তাই তারা অনশন অব্যাহত রেখেছেন। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় শাহবাগে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।