জাতীয়
শপথ নিয়েই শিক্ষা মন্ত্রণালয়ে গেলেন সি আর আবরার
উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই শিক্ষা মন্ত্রণালয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ওরফে সি আর আবরার। গতকাল বেলা ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে উপদেষ্টা হিসেবে শপথ নেন।
Printed Edition

উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই শিক্ষা মন্ত্রণালয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ওরফে সি আর আবরার। গতকাল বেলা ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে উপদেষ্টা হিসেবে শপথ নেন। সেখান থেকে বের হয়ে বেলা ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থিত হন। এ সময় শিক্ষা উপদেষ্টার দায়িত্বে থাকা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে বিদায় এবং সি আর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে বিস্তারিত তুলে ধরেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দপ্তর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন উপদেষ্টা সি আর আবরার। এরপর গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে মতবিনিময় করেন তিনি।
এর আগে বুধবার বেলা ১১টা ৬ মিনিটে রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয় বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তী সময় কুরআন থেকে তিলাওয়াত করা হয়। নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ায় অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হলো ২৩ জন।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার।