বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডঃ এ,এইচ, এম, হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হলে নেতা - কর্মীদের তাকওয়া অর্জনের মাধ্যমে সমাজে নিজকে প্রতিষ্ঠা করতে হবে। তাকওয়া অর্জন ছাড়া আন্দোলনে সফলতা আসবেনা। দিনের বেলায় দাওয়াতী কাজ ও পারিবারিক কাজ শেষে গভীর রাতে মহান আল্লাহর নিকট সেজদাদার মাধ্যমে দোয়া করতে হবে তাহলেই মহান আল্লাহ আমাদের বিজয় দিবে। কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে সমাজের একজন আদর্শ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
আজ ১৪ এপ্রিল সোমবার বাংলাদেশ জামায়াত ইসলামি মহেশখালী উপজেলা উত্তর শাখার আয়োজনে দিনব্যাপি বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মহেশখালী উপজেলা জামায়াতের উত্তর শাখার আমির মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ মুলক সমাবেশে হামিদুর রহমান আযাদ আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার দক্ষ ও যোগ্য মানুষের বিকল্প নেই। তাই দাওয়াতী পক্ষ কে সামনে রেখে প্রত্যেক মানুষের কাছে জামায়াতে ইসলামির আদর্শের দাওয়াত পৌঁছে দেয়ার জন্য নেতা কর্মীদের আহবান জানান। তিনি নেতা কর্মীদের সতর্ক করে বলেন, কোন উস্কানী ও পাতানো ফাঁদে পা দিবেন না। গুজবে কান দিবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কোন গোষ্ঠী যাতে অপপ্রচারের সুযোগ না পায় সেই দিকে খেয়াল রাখতে হবে।
ডক্টর হামিদুর রহমান আযাদ আরো বলেন, ছাত্র- জনতার রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ নতুন স্বাধীনতার সুফল ভোগ করছে। ছাত্র - জনতার রক্তের সাথে বেইমানি করে কোন অপশক্তি এ দেশে রাজনীতি করার সুযোগ পাবেনা। তিনি বলেন দেশ ও জনগণের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রয়োজনে ছাত্র- জনতা আবার রাজ পথ দখলে নিবে। হামিদ আযাদ আরো বলেন, যৌক্তিক সংস্কারের পর নির্বাচন করতে হবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে ফ্যাসিস্টের দোসরদের বিচার নিশ্চিত করতে হবে তারপর নির্বাচন।
জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা উত্তর শাখার সেক্রেটারি মৌলানা বশির আহমদের সঞ্চলনায় অনুষ্ঠিত দিন ব্যাপি শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোছাইন, কক্সবাজার শহর জামায়াতের সহকারী সেক্রেটারি, সদর উপজেলার ইসলাম পুর ইউনিয়নের চেয়ারম্যান মৌলানা দেলোয়ার হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশন মহেশখালী উপজেলা উত্তরের সভাপতি হাফেজ আনছারুল করিম সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।