আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্-প্রস্তুতি পর্যবেক্ষণে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের ৫৬ জন পর্যবেক্ষক মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। তারা ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করবেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেল থেকে পর্যবেক্ষক দলের সদস্যরা দেশের ৬৪টি জেলার উদ্দেশে রওনা হন। নির্বাচনী কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের মাধ্যমে তারা সার্বিক পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন বলে জানা গেছে।
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপ প্রধান ইন্তা লাসে বলেন, বাংলাদেশের ঐতিহাসিক এই নির্বাচন পর্যবেক্ষণে আসতে পেরে আমরা গর্বিত। নির্বাচনে হস্তক্ষেপ নয় পর্যবেক্ষণ করাই আমাদের কাজ।
তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ পর্যবেক্ষণ করা হবে। সেই সঙ্গে খেয়াল রাখা হবে এই নির্বাচনের আন্তর্জাতিক মানদন্ডও। মিশনের পর্যবেক্ষণ নির্বাচনের ২ দিন পরে ও ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদনে প্রকাশ করা হবে। পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়েও শঙ্কা নেই বলে জানান তিনি।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনী পর্যবেক্ষণ মিশন একটি আচরণবিধির অধীনে পরিচালিত হয়, যা কঠোর নিরপেক্ষতা ও কোনো ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকার বাধ্যবাধকতা আরোপ করে। মিশনটি ২০০৫ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুমোদিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালা অনুযায়ী এর কার্যক্রম পরিচালনা করে।