DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

জাতীয়

প্রতিমন্ত্রী পদমর্যাদায় আরও ২ বিশেষ সহকারী নিয়োগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রী পদমর্যাদায় শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যবকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

স্টাফ রিপোর্টার
Printed Edition

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রী পদমর্যাদায় শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যবকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের সই করা প্রজ্ঞাপনে বলা হয় শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও ফয়েজ আহমদ তৈয়্যবকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয় বিশেষ সহকারী পদে থাকার সময় তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এদিকে আলাদা প্রজ্ঞাপনে নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টার দায়িত্বে থাকা ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।