বাড়িভাড়া বৃদ্ধি ও ভাতা সংক্রান্ত তিন দফা দাবিতে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

শুক্রবার (১৭ অক্টোবর) থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছেন, যার মধ্যে ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

রবিবার (১৯ অক্টোবর) ভোরে আন্দোলনরত শিক্ষকদের অনশনস্থলে এসে একাত্মতা প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ ও ডা. তাসনিম জারা। তারা শিক্ষকদের অনশন ও আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারার ছবি প্রকাশ করে তাদের পরামর্শের বিষয়টি উল্লেখ করেন।

শিক্ষকদের দাবি আদায়ে আজ রোববার শিক্ষা ভবন অভিমুখে ‘ভূখা মিছিল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই মিছিলে অংশগ্রহণকারীরা খালি থালা-বাটি হাতে নিয়ে শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে পদযাত্রা করবেন।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, “আমরা প্রতীকীভাবে না খেয়ে ভূখা মিছিল করব, যাতে সরকার ও জনগণের দৃষ্টি আকর্ষণ করা যায়। ইতোমধ্যে ১০০ জন শিক্ষক অনশনে রয়েছেন, অন্যরা অবস্থান কর্মসূচিতে আছেন। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

তিনি আরও বলেন, ২০ শতাংশ বাড়িভাড়া মানে ২০ শতাংশ, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা মানে ১,৫০০ টাকাই চাই। এর কম কিছু মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আমরা রক্ত দেব, তবু দাবির ন্যায্যতা আদায় করে ছাড়ব।