জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝিতে সবার সম্মতিতে জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হতে পারে।
বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনার শুরুতেই জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। সংলাপে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ড. আলী রীয়াজ বলেন, “দলীয় অবস্থান সবারই রয়েছে, তবে অনানুষ্ঠানিক যোগাযোগ ও আলোচনায় আমরা আশাবাদী। প্রতিদিন হয়তো বড় অর্জন নেই, কিন্তু আমরা এগোচ্ছি। দেশের মানুষ সংস্কারের প্রত্যাশায় তাকিয়ে আছে।”
তিনি আরও বলেন, “আমরা কেউ চাই না অতীতে ফিরে যেতে। জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম, এখন সময় এসেছে সেই অঙ্গীকার বাস্তবায়নের। আমরা কি কেবল দলের স্বার্থ দেখব, নাকি দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করব?”
দ্বিকক্ষীয় সংসদ গঠনে বেশিরভাগ রাজনৈতিক দল নীতিগতভাবে সম্মত হলেও কিছু দল এখনও দ্বিমত পোষণ করছে বলে জানান তিনি। প্রস্তাবিত উচ্চকক্ষ যেন জনপ্রাপ্ত ভোটের ভিত্তিতে গঠিত হয়—এই প্রস্তাবেও ব্যাপক সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন ড. রীয়াজ।
তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা এবং অন্যান্য অমীমাংসিত ইস্যু নিয়েও সংলাপে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম দফার ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।