ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফরে আপাতত অনুমতি দেওয়া হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের আইজিপি বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র জানায়, একটি সংগঠন জাকির নায়েককে আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় দু’দিনের একটি অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানায়। এ সময় তিনি ঢাকার বাইরে আরও কয়েকটি স্থানে যেতে চেয়েছিলেন। তবে তার সফর ঘিরে ব্যাপক জনসমাগমের আশঙ্কা ও নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তা প্রস্তুতির সীমাবদ্ধতার কারণে আপাতত অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠকে বলা হয়, বর্তমানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন প্রস্তুতিতে ব্যস্ত। এ অবস্থায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা সম্ভব নয়। তাই নির্বাচনের পর তার সফর নিয়ে পুনরায় বিবেচনা করা যেতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারি হামলার পর ভারতের কর্তৃপক্ষ জাকির নায়েকের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও সন্ত্রাসবাদে প্ররোচনার অভিযোগ আনে। সেই সময় তিনি ভারত ত্যাগ করে মালয়েশিয়ায় চলে যান। বর্তমানে তিনি পুত্রজায়ায় স্থায়ীভাবে বসবাস করছেন, যেখানে মালয়েশিয়া সরকার তাকে বসবাসের অনুমতি দিয়েছে।