স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের গোপন বৈঠক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যারা কোনো ষড়যন্ত্রে জড়িত থাকবেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

শনিবার ( ২ আগস্ট) দুপুরে তিনি মোহাম্মদপুর থানা ঘুরে দেখার সময় সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত। তাদের কার্যক্রম বন্ধ করতে কি উদ্যোগ নেওয়া হয়েছে?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু তাদের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না।

পরিদর্শন শেষে তিনি রায়েরবাজারে অবস্থিত জুলাই শহীদদের গণকবরেও যান এবং শ্রদ্ধা জানান।