জাতীয়
পর্দানশীন মা-বোনদের গায়ে হাত দেয়ার বিষয়কে ছোট করে দেখার অবকাশ নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান ফেসবুক স্ট্যটাসে বলেছেন, ঝিনাইদহের মহেষপুরে যারা আমার পর্দানশীন মা-বোনদের গায়ে হাত দিয়েছে এবং পর্দা ছিনিয়ে নিয়েছে তাদেরকে আপনি কি বলবেন? কোন অভিধায়ে পরিচিত করবেন।
মনে রাখতে হবে আমাদের কাছে মা-বোনদের ইজ্জত জীবনের চেয়েও মূল্যবান।
সুতরাং এ বিষয়কে অবশ্যই ছোট করে দেখার কোন অবকাশ নেই।