আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
বুধবার (২৬ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের আগে পরিস্থিতি আরও ভালো হবে।
সিইসি হুঁশিয়ারি দিয়ে আরও জানান, কেউ যদি নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে এবং সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।