সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে ঘিরে উত্তরা এলাকায় ‘মব’ তৈরি ও হেনস্তার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেছেন, কোনো ধরনের মবকেই প্রশ্রয় দেওয়া হবে না। যারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি বা ডাকাতির ধারায়ও মামলা দেওয়া হতে পারে।

মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠতলায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। একইসঙ্গে এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকায় সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে একদল লোক বাসা থেকে বের করে এনে হেনস্তা করে। তাকে জুতার মালা পরিয়ে রাস্তায় আনা হয়, এমনকি জুতা ও ডিম ছোড়ার ঘটনাও ঘটে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে জানায়, এ ধরনের হামলা বেআইনি, ফৌজদারি অপরাধ এবং আইনের শাসনের পরিপন্থী। মব সৃষ্টিকারীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।