রাজনৈতিক পরিবর্তনের পরও আওয়ামী আমলে দায়িত্বে থাকা বহু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এখনও বহাল আছেন। অনেক ক্ষেত্রে শুধু এক থানার ওসিকে অন্য থানায় বদলি করা হয়েছে— কার্যত পরিবর্তনের নামে হয়েছে “স্থানান্তর” মাত্র। রাজধানীর বাইরে থেকেও কয়েকজনকে এনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পূর্ববর্তী সরকারের সময়ে ওসি পদে দায়িত্ব না পাওয়া বহু পরিদর্শক এখনো একই পদে অপেক্ষমাণ। এতে প্রশাসনের অভ্যন্তরে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
ডিএমপির বেশ কয়েক থানায় ওসি বদলের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। কদমতলী, ডেমরা, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, আদাবর, সবুজবাগ, ওয়ারী, তুরাগ, মোহাম্মদপুর, মতিঝিল, মিরপুর ও তেজগাঁও থানার ওসিদের নাম রয়েছে প্রাথমিক তালিকায়। এরই মধ্যে উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, কলাবাগান ও পল্লবী থানার ওসিদের পরিবর্তন করা হয়েছে অভিযোগের ভিত্তিতে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে যারা ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমরা তাদের শনাক্ত করছি। সবাইকে একসঙ্গে বাদ দেওয়া সম্ভব নয়। প্রথমে দেখা হচ্ছে, কে তিনটি নির্বাচনে দায়িত্বে ছিলেন, কে দুটি, আর কে একটি নির্বাচনে ছিলেন— সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “সবাইকে বাদ দিয়ে নতুনদের আনা সম্ভব নয়। কেউ যদি একটি নির্বাচনে দায়িত্ব পালন করেও কোনো অভিযোগের মুখোমুখি না হন, তবে তাকে দায়িত্বে রাখা যেতে পারে।”
ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, “ফ্যাসিবাদ আমলে দায়িত্বে থাকা কোনো ওসি বর্তমানে ডিএমপিতে আছেন কি না, বিষয়টি খতিয়ে দেখব। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের কাউকেই রাখা হবে না।”
তথ্য অনুসন্ধানে জানা যায়, অনেক ওসি আওয়ামী লীগ সরকারের আমলে গুরুত্বপূর্ণ থানায় কর্মরত ছিলেন। যেমন— কদমতলীর ওসি মোহাম্মদ আইয়ুব ছিলেন কুমিল্লার লালমাই ও নাঙ্গলকোট থানায়; ডেমরার ওসি মাহমুদুর রহমান পূর্বে চুয়াডাঙ্গা ও ভোলায় কর্মরত ছিলেন; যাত্রাবাড়ীর ওসি কামরুজ্জামান কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। কামরাঙ্গীরচরের ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে একাধিক সম্পত্তি মালিকানার অভিযোগ রয়েছে।
তুরাগের ওসি মনিরুল ইসলাম, আদাবরের এসএম জাকারিয়া, সবুজবাগের মো. ইয়াছিন, মিরপুরের সাজ্জাদ রোমান এবং মোহাম্মদপুরের রফিক আহমেদ— এঁরাও পূর্বে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
এদিকে, বহু যোগ্য পুলিশ পরিদর্শক দীর্ঘদিন ধরে ওসি পদে দায়িত্ব না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বদলি ও পদায়ন প্রক্রিয়া নিয়ে পুলিশ অ্যাসোসিয়েশনেও দ্বন্দ্ব তৈরি হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেন, “আগের সরকারের আমলে দায়িত্বে থাকা ওসিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যারা যোগ্য হয়েও সুযোগ পাননি, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।”