নির্বাচনের আগে ভারি অস্ত্র উদ্ধারের অভিযান চলছে, এবং এ বিষয়ে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ফায়ারসার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশন অধ্যাদেশ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “এই আইন জনগণকে সেবা দিতে তৈরি করা হয়েছে। যদি কোনো বাহিনী এতে আপত্তি থাকে, তারা তা জানাতে পারে।” এ সময় বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন সংক্রান্ত প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় ৫৫ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হবে। যেকোনো সময় ফায়ার সার্ভিসের পাশে তারা থাকবে। ভলান্টিয়ারদের আরও কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় কি না সেই বিষয়ে সরকার ভাবছে।
এ সময় কাজে বিশেষ অবদান রাখার জন্য ফায়ার সার্ভিসের ২২ জন সদস্যকে সম্মাননা দেওয়া হয়।