জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন জুলাই সনদে থাকতে হবে। লুটেরা দখলদার শ্রেণি নিয়ে ঐক্য মত কমিশন গঠন করা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে । এই পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা গ্রহণযোগ্য নয়।

সোমবার (১৩ অক্টোবর) গণশক্তি সভা কর্তৃক জুলাই সনদে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না। ফ্যাসিস্ট হাসিনার বিচার জনগণ দেখতে চায়। বিডিআর হত্যাকান্ড, শাপলা গণহত্যার বিচার কার্যকর না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরে যাবে না।

জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ডক্টর শাহরিয়ার ইফতেখার ফুয়াদ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো: কামাল হোসেন।

জনাব কামাল হোসেন বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার কার্যকরের মাধ্যমে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার কবর রচনা করতে হবে। পি আর পদ্ধতিতে নির্বাচন এর মাধ্যমে আমরা মাফিয়া লুটেরা চাঁদাবাজ দখলবাজদের প্রভাব থেকে দেশকে মুক্ত করতে হবে। সংবিধান প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেন তেন প্রকারের একটি নির্বাচন জনগণ মেনে নেবে না।

শামীম হাসনাইনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও কলাম লেখক সাদেক রহমান, প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদ, ড.হুমায়ুন কবির, ড. এ আর খান, বিশিষ্ট লেখক গবেষক এমরান চৌধুরী, নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক, গবেষক আলাউদ্দিন কামরুল, বিশিষ্ট লেখক গবেষক আয়েশা সিদ্দিকা, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, তাসলিমা ইসলাম প্রমূখ।